বিদেশগামী যাত্রীগনের কোভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত
বিদেশগামী বাংলাদেশের যাত্রীগনের মধ্যে যারা মহানগরীতে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা প্রদান করতে চান তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০ জুলাই থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার সিভিল সার্জন অফিসের উদ্যোগে মহাখালিস্থ ডিএনসিসি মার্কেটে অবস্থিত অস্থায়ী কোভিড-১৯ আইসোলেশন কেন্দ্রে নমুনা সংগ্রহ করা হবে।
ঢাকার বাইরে ১৩টি জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জন গণের তত্ত্বাবধানে একই তারিখ থেকে নমুনা সংগ্রহ করা হবে। স্থান ও সময়সূচী সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস থেকে জানা যাবে। যেসব জেলায় নমুনা সংগ্রহ করা হবে, সেসব জেলাগুলো হলো …
যাত্রীগনকে যাত্রার ৭২ ঘন্টা পূর্বে নমুনা দিতে হবে। নমুনা প্রদানের সময় পাসপোর্ট ও টিকিটের ফটোকপি জমা দিতে হবে এবং মূল পাসপোর্ট ও টিকিট প্রদর্শন করতে হবে। নমুনা সংগ্রহ কেন্দ্রে এসে নমুনা প্রদানের জন্য পরীক্ষার ফি হিসেবে প্রত্যেক যাত্রীকে সরকার নির্ধারিত ৩,৫০০ টাকা জমা দিতে হবে। সংগৃহীত নমুনা সরকারী ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট প্রদান করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়