Monday, 16 Oct 2017

ল্যাবরেটরি সার্ভিস

পাবলিক হেলথ ল্যাবরেটরি ও ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরিতে যেসব পরীক্ষা করা হয়ঃ দুধ, দুগ্ধ জাতীয় দ্রব্যঃ মিষ্টি,দই,ঘি,আইসক্রিম ইত্যাদিতে মোট চর্বি, চর্বি ছাড়া কঠিন পদার্থ, ইউরিয়া,আফলাটক্সিন,কৃত্রিম রং,ড্রাগ রেসিডিও,পেস্টিসাইড,ফরমালিন ও মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা (যেমন-কলিফর্ম,ইস্ট এন্ড মোল্ড,সালমোনিলা) ইত্যাদি ; সকল প্রকার তেলঃ সাধারণ গুণগত মান, তেলের ফ্যাটি এসিড প্রোফাইল পরীক্ষা; চা এবং কফিঃ গুণগত মান,পেস্টিসাইড,কৃত্রিম রং,আফলাটক্সিন এর উপস্থিতি; সুইটিং এজেন্টসঃ দেশি চিনি,রিফাইন্ড চিনি,যে কোন ধরণের গুড়,মধু,তরল গ্লোকজের গুণগত মান, সুইটেনার,আর্সেনিক ও সীসা, ইস্ট এন্ড মোল্ড এর উপস্থিতি; খাদ্য শস্য ও খাদ্য দ্রব্যঃ চাল,গম,আটা,সেমাই,ডাল ও ডাল জাতীয় দ্রব্য, কর্ন ফ্লাওয়ার,সাগু,সটি ইত্যাদির গুণগত মান,পেস্টিসাইড,প্রোটিন,আফলাটক্সিন,কৃত্রিম রং,চালের ইউরিয়া,হেভী মেটাল,মাইক্রোবায়োলজিক্যাল,ইস্ট এন্ড মোল্ড এর পরীক্ষা; নন-অ্যালকোহলিক বেভারেজঃ পানির পিএইচ,হার্ডনেস সহ যে কোন ধরণের জুস, ড্রিংস এর ক্যাফেইন,কৃত্রিম রং,ইথানল, হেভী মেটাল,ইস্ট এন্ড মোল্ড,সালমোনিলা, মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা; মসলাঃ সকল প্রকার মসলার সাধারণ গুণগত মান, পেস্টিসাইড, আফলাটক্সিন, কৃত্রিম রং, হেভী মেটাল, ইস্ট এন্ড মোল্ড এর পরীক্ষা; ফল, শাকসবজি এবং বিবিধ দ্রব্যঃ সবজি,ফল,ফল দ্বারা তৈরি দ্রব্য,টমেটো ও টমেটো দ্বারা তৈরি বস্তু,চাটনি,আচার,বোতলজাত গোস্ত,লবণ ইত্যাদির গুণগত মান, ফরমালডিহাইড,প্রিজারভেটিভ,আফলাটক্সিন,কৃত্রিম রং,পেস্টিসাইড,হেভী মেটাল ও লবণের আয়োডিন পরীক্ষা ও মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা(যেমন- কলিফর্ম,ইস্ট এন্ড মোল্ড, সালমোনিলা); বিস্কুট, লজেন্স, টফি, চকোলেটঃ বিস্কুট,লজেন্স,টফি,বরফ,তৈরী রুটি,শুকনো মাছ ইত্যাদির গুণগত মান,কৃত্রিম রং,আফলাটক্সিন,পেস্টিসাইড,প্রোটিন,ভিটামিন-এ,মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা(যেমন- কলিফর্ম,ইস্ট এন্ড মোল্ড,সালমোনিলা,ব্যাসিলাস সিরিয়াস,স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস); মাছ, গোস্ত, শুকনো মাছ, ফল, মুরগী ও মাছের খাদ্যঃ ফল,মাছ,যেকোন প্রকারের গোস্ত,শুকনো মাছ,মাছের খাবার,মুরগী,মুরগীর খাবার এ পেস্টিসাইড,ফরমালডিহাইড,হেভী মেটাল,ক্লোরামফেনিকল,টেট্রাসাইক্লিন,ম্যলাকাইট গ্রীন,কৃত্রিম রং,ভিটামিন-এ ও মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা(যেমন- কলিফর্ম,ইস্ট,মোল্ড,সালমোনিলা)

উৎপাদিত সেবা পণ্য

  • আইভিএফ শাখাঃ গ্লুকোজ স্যালাইন, গ্লুকোজ এ্যাকোয়া, নরমাল স্যালাইন, কলেরা স্যালাইন, পি.ডি. ফ্লুইড,
  • ৩% সোডিয়াম ক্লোরাইড, বেবি স্যালাইন, হিমোডায়ালাইসিস ফ্লুইড, হার্টসম্যানস সল্যূশন
  • ব্লাড ব্যাগ শাখাঃ সিপিডি ব্লাড ব্যাগ (সিঙ্গেল ব্যাগ, ডাবল ব্যাগ, ট্রিপল ব্যাগ, কোয়াড্রপল ব্যাগ, বেবি ব্যাগ),
  • ট্রান্সফিউসন সেট, ইনফিউশন সেট
  • ও,আর,এস, শাখাঃ ওরাল রিহাইড্রেশন সল্ট